• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১২, ২০১৬

সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ
সংস্থা। গতকাল(মঙ্গলবার) বিকেল ৩টায় নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। খেলোয়াড়,কর্মকর্তা সহ
সর্বস্তরের মানুষ এই কর্মসূচীতে অংশ নিয়ে খাদিজার ওপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এ সময় বক্তব্য রাখেন,সিলেট জেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম,সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর,ক্রীড়ানুরাগী আজাদুর রহমান আজাদ,সিলেট ক্লাব সমিতির সভাপতি মিলাদ আহমদ ও খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমদ নান্নু। বক্তারা বলেন,খাদিজার ওপর হামলার প্রতিবাদে শুধু সিলেট নয় সারা দেশ এক কাতারে। সবারই একটাই চাওয়া এই নৃশংস হামলার সাথে জড়িত বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারের দাবি জানানোর পাশাপাশি সকলের উচিত খাদিজার পরিবারের পাশে দাঁড়ানো। সকলের দোয়া ভালোবাসায় খাদিজা আবারো স্বভাবিক জীবনে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত
করেন তারা। সংস্থার সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলুর পরিচালনায়
মানববন্ধন কর্মসূচীতে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো.সিরাজ উদ্দিন,সিলেট জেলা ফুটবল দলের কোচ লিয়াকত
আলী চেরাগ,সাবেক ফিফা রেফারী ফয়জুল ইসলাম আরিজ,ব্যাডমিন্টন কোচ অচ্যুত ভট্রাচার্জ,খেলোয়াড় কল্যাণ সংস্থার আব্দাল মিয়া, কামরুল ইসলাম,রাসেল
আহমদ,আজাদুর রহমান চঞ্চল,মান্না চৌধুরী,রাজা আহমদ চৌধুরী,রিপন আহমদ,খালেদ আহমদ,আজিজ আহমদ,আতাউর রহমান,জামিল আহমদ,মিল্টন আহমদ প্রমুখ। উল্লেখ্য খাদিজা আক্তার নার্গিস সিলেট জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সদস্য আব্দুল বাছিতের ভাগনী। -বিজ্ঞপ্তি