• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আসামীদের জামিন নামঞ্জুর

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৬

সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলার শুনানি হয়েছে। তৃতীয় দিনের মতো রোববার সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে মামলার শুনানি হয়। এদিন কারাগারে থাকা তিন আসামী জামায়াত নেতা ইমাম সুয়েবুর রহমান সুজন, জায়েদ ও রফিকের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। মামলার শুনানীকালে জামিনে থাকা অপর আসামী বাচ্চু, কাহার ও নুরুল আমিনও আদালতে উপস্থিত ছিলেন। মামলার পরবর্তী তারিখ ৩০ অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে ৩ অক্টোবর ওই তিন আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। বাদী পক্ষের আইনজীবী একেএম সমিউল আলম জানান, কারাগারে থাকা ৩ আসামীর জামিন আবেদন করা হলে আমরা আপত্তি জানাই। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। প্রসঙ্গত, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ইমনকে ২০১৫ সালের ২৭ মার্চ অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে।