• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শুদ্ধ’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান

প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক ::: কানাইঘাট সরকারি ডিগ্রী কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি গত রবিবারে পালিত হয়। ‘শুদ্ধ’ সোশ্যাল অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। ‘রক্ত দিন জীবন বাঁচান’ এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মত কলেজে ক্যাম্পাসে করা এই ক্যাম্পেইনে চারশতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর আগে কলেজের অধ্যক্ষ শামসুল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান। সংগঠক দুর্জয় নাসিরের সঞ্চালনায় কর্মসূচির উদ্ভোধন করেন ইসলামী ব্যাংকের কানাইঘাট শাখা ব্যবস্থাপক আয়ুউব আলী। বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রিন্সিপাল লোকমান হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিলাল আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর তাজ উদ্দিন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, ছাত্রদলের সভাপতি রুহুল আমিন । এই আয়োজনের পৃষ্টপোষকতা করেছে ইসলামী ব্যাংক কানাইঘাট শাখা। সার্বিক সহযোগিতায় ও সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন নজির উদ্দিন প্রধান, খসরু জামান, মাসুম আহমদ, ইঞ্জিনিয়ার শরিফ, মাহবুবুল আম্বিয়া, আজমল আহমদ, ছাত্রলীগ নেতা শাহেদ আহমদ, আবুল হোসেন, রুমান, হারিছ উদ্দিন, সজিব, আজিম, রিমন, কাদির, রাবেল, নাজিউর রহমান চৌধুরী, লাবনী, সায়মা, হাবিব, শামিমা, দিলোয়ার আহমদ এবং কানাইঘাট ব্লাড ফাইটার্স এর সকল সদস্য ও রোভার স্কাউটস টিম।