• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাফলং এ নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম আন্তজার্তিক মানের স্কুল

প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৬

গোয়াইনঘাট সংবাদদাতা
সুরমা কুশিয়ারার জলে ভেজা সিলেট, প্রাচীন কাল থেকে এক সমৃদ্ধ জনপদ। শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য মোড়ানো এই জনপদ কে প্রকৃতি তার নিজের মত করে সাজিয়েছে। পাহাড় আর সবুজের মনোরম পরিবেশে দেশের কোথাও এখনো পর্যন্ত কোন আন্তর্জাতিক মানের স্কুল গড়ে উঠেনি। আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের জন্য বাংলাদেশের অনেক শিক্ষার্থী প্রতি বছর পাড়ি জমায় বিশ্বের বিভিন্ন দেশে। দেশের এ সকল শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা দূর করতে  উন্নত ও আন্তর্জাতিক মানের জ্ঞানের অপরিসিম ক্ষুধায় থাকা বাংলাদেশের সন্তানদের কে উন্নত মানের শিক্ষা দিতে বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, স্কয়ার গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, হা-মীম গ্র“পের ব্যাবস্থাপনা পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর চেয়ারম্যান এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওপেক্স গ্রুপের কর্ণদার আনিসুর রহমান সিনহা, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, স্কলার্সহোম একাডেমীক কাউন্সিলের সভাপতি শিক্ষাবীদ ড. কবির চৌধুরী, বাংলাদেশ চা সংসদের সাবেক সভাপতি সাফওয়ান আহমদ চৌধুরীসহ বাংলাদেশের শীর্ষ শিল্পপতি ও মর্যাদাবান ব্যক্তিদের সহোযোগিতায় সিলেটের জৈন্তাপুরের পাথর কন্যা হিসেবে পরিচিত গুয়াইন আর পিয়াইন নদীর তীরে জাফলং এ নির্মিত হয়েছে  বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের চেয়ারম্যান হাফিজ মজুমদার বলেন, স্বল্প খরচে আবাসন সুবিধা নিয়ে জ্ঞান বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এবং এই স্কুলের ছেলেরা বিশ্বের যে কোন যায়গায় যে কোন কাজে নেতৃত্ব দিতে পারবে। স্কুলের অন্যতম পরিচালক এ কে আজাদ বলেন, বাংলাদেশের প্রচুর ছেলেরা উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রতি বছর বিদেশ পাড়ি জমায় তাদের বিদেশ  যাওয়া দূর করতে এবং বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার জন্য বাংলাদেশে আনতে যা যা প্রয়োজন তার সবকিছু করবে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। স্কুলের পরিচালক তপন চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীদের কে আন্তর্জাতিক সু-নাগরীক হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর স্কুলটি। ১৩০ একর জায়গা জুড়ে নির্মিত প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লিলা ভূমি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ক্যাম্পাস জুড়ে সবুজের দুরন্ত আনাগোনা আর চোঁখ ধাঁধানো রুদ্রের পশরা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড় আর চা বাগান, তার মাঝেই আধুনিক স্থাপত্য শৈলি নিয়ে নির্মিত স্কুলের একাডেমিক ভবন। ব্রিটিশ ক্যারিকুলাম আর ন্যাশনাল ক্যারিকুলাম ইংলিশ মাধ্যমে পরিচালিত এই স্কুলের ক্লাস সংখ্যা ৬ষ্ট শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। শিক্ষার্থীদের জ্ঞান পিপাসা মেঠানোর জন্য রয়েছে সমৃদ্ধ লাইব্রেরী। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে আধুনিক বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব। স¦াস্থ্য সেবা সুনিশ্চিত করণ ও প্রাথমিক চিকিৎসার জন্য রয়েছে মেডিকেল সেন্টার। সার্বক্ষনিক শিক্ষকদের তত্ত্বাবধানে  শিক্ষা পাঠ্যক্রম, পাঠ্য প্রস্তুতি এবং খেলাধুলাসহ সকল কর্মকান্ড পরিচালিত। শিক্ষার্থীর সুস¦াস্থ্যর প্রতি দৃষ্টি দেবার জন্য রয়েছে আধুনিক জিমনেসিয়াম। খেলাধুলার সুবিধার জন্য স্কুল ক্যাম্পাসের ভিতরে রয়েছে ছোট বড় তিনটি মাঠ। শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ৬০০ শিক্ষার্থীর ধারণ ক্ষমতা সম্পন্ন ১৫৮টি রুম নিয়ে  ৩টি হাউস। শিক্ষকদের আবাসনের জন্য রয়েছে ১টি ভবন তা ছাড়া অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এর জন্য রয়েছে পৃথক বাংলো। মুসলিম শিক্ষার্থীদের নামাজের জন্য মসজিদ ও সনাতন ধর্মী শিক্ষার্থীদের প্রার্থনার জন্য রয়েছে বিশেষ ব্যাবস্থা। দেশ প্রেমের মানবিক মূল্যবোধ, বিশ্বের প্রতিটি দেশের শিল্প সাহিত্য আমাদের সংস্কৃতি ঐতিহ্যের সাথে পরিচিত করতে ও শিক্ষার্থীর মন কে বিকশিত করার জন্য রয়েছে সাংস্কৃতিক কর্মকান্ড। স্কুলের অন্যতম পরিচালক লোকমান উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মধ্যে মূল্যেবোধ জাগ্রত করা, সততা, নিষ্ঠাবান এবং সর্বোপরি দেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং স্কুলের ৯০ শতাংশ কাজ ইতোমধ্য সম্পন্ন হয়েছে। আগামী জুন মাস থেকে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল তার একাডেমকি যাত্রা শুরু করবে। পেছনে মেঘালয় পাহাড়ের সারি যেখানে দিন রাত চলে মেঘের লুকোচুরি, উপরে বিস্তির্ণ উদার আকাশ, আর চার পাশের ছোট ছোট টিলার অরণ্যের হাতছানি। জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির তাল মিলিয়ে আপনাদের সন্তানকে আন্তর্জাতিক সুনাগরিক হিসেবে গড়ে তুলে শ্রেষ্ঠ মর্যাদার আসনে পৌছে দিতে প্রস্তুত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল।