• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০১৬

স্টাফ রিপোর্টার
পৃথক দুইটি অভিযান চালিয়ে কানাইঘাট উপজেলার লোভাছড়া ও জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪১। এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় নায়েক মো. নাঈম রানা’র নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার লোভাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বড়গ্রাম মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। এদিকে একই দিন নায়েক মো. সিরাজুল ইসলাম’র নেতৃত্বে অপর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের পাঁকা রাস্তার উপর হতে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য ৭৯ হাজার তিনশত আশি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরো জানায়, মাদক পাচারকারীদের গ্রেফতারে স্থানীয়দের সহযোগিতায় অভিযান অব্যাহত আছে। মাদকদ্রব্য ব্যবহার, বিক্রি, পরিবহনসহ এ ধরণের যাবতীয় অপরাধ/অপরাধীদের বিরুদ্ধে বিজিবি সাড়াশি অভিযানিক সব সময় তৎপর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।