• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

“আব্দুস শহীদ মাস্টার ছিলেন একজন সাদা মনের মানুষ”- এমপি মানিক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০১৭

আশিস রহমান ::: “বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুস শহীদ মাস্টার ছিলেন একজন সাদা মনের মানুষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এধরনের মানুষের অবদান অনস্বীকার্য।” দোয়ারাবাজার উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস শহীদ মাস্টারের কর্মময় জীবন নিয়ে প্রকাশিত “আলোকিত শহীদ স্যার” নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহিবুর রহমান মানিক এমপি। আজ (১৮, ফেব্রুয়ারী) শনিবার দুপুর ১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান এবং টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জাহান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীর প্রতীক, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, ইউপি সদস্য মোঃ আলীনূর, এডভোকেট আবু সায়াদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “আলোকিত শহীদ স্যার” স্বারক বইয়ের সম্পাদক বিলকিস নাহার বেবি। বক্তব্যে বক্তারা বলেন, মরহুম আব্দুস শহীদ মাস্টার শুধু একজন ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান। যিনি সারাজীবন নিঃস্বার্থ ভাবে মানবতার কল্যাণে কাজ করে গেছেন। উনার মতো সাদামনের মানুষ বর্তমানে বিরল। শিক্ষা এবং মানবতার কল্যাণে উনার সার্বিক অবদান ইতিহাস হয়ে থাকবে।