• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৫শ’ কেজি নারীর অস্ত্রোপচার মুম্বাইয়ে

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::: ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে বিশ্বের সম্ভবত সবচেয়ে স্থূলকায় ৫০০ কেজি ওজনের মিসরীয় এক নারীর ওজন কমানোর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
মুম্বাইয়ের সাঈফ হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, এমান আহমেদ আবদেল আতি নামের ৩৬ বছর বয়সী এ নারীর ওজন ১০০ কেজি কমানো হয়েছে।
জানুয়ারি মাসে তাকে এই অস্ত্রোপচারের জন্য ভারতে আনা হয়।
তিনি জানান, ‘আমরা তাকে যত দ্রুত সম্ভব বিমানে করে মিসরে ফিরে যেতে ােরারর মত যথেষ্ট সুস্থ করে তোলার চেষ্টা করছি।’
তার পরিবার জানিয়েছে, বিশেষভাবে ভাড়া করা বিমানে তাকে মুম্বাই আনার আগে তিনি ২৫ বছর ঘর থেকে বের হননি।
হাসপাতালের ওই মুখপাত্র জানিয়েছেন, আগামী মাসগুলোতে তার ওজন আরও কমে যাবে।
মুম্বাইয়ের হাসপাতালে ওজন কমানোর বিশেষজ্ঞ সার্জন ডা. মুফাজ্জল লাকদাওয়ালা মিসরীয় নারীর এই অস্ত্রোপচার করেন।
যারা বিপজ্জনক মাত্রায় মোটা তাদের চিকিৎসায় শেষ চেষ্টা হিসেবে এই অস্ত্রোপচার করা হয়।
মিস আবদেল আতির পরিবার জানিয়েছে জন্মের সময় তার ওজন ছিল ৫ কেজি। এ সময় তার শরীরে এলিফেন্টাইটিস রোগ ধরা পড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে শুরু করে।
এগারো বছর বয়সে তার ওজন দ্রুত বাড়তে শুরু করে এবং সে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যায়।
তার দেখাশোনা করতেন তার মা ও এক বোন।
তবে গত ডিসেম্বরে ডা. লাকদাওয়ালা বলেন, তার ধারণা মিস আবদেল আতির এলিফেন্টাইটিস রোগ হয়নি। তার ওজনবৃদ্ধি-জনিত লিম্ফোএডিমা হয়েছিল, যার কারণে তার পা অস্বাভাবিক মাত্রায় ফুলে যায়।