• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নারী জঙ্গির লাশ সনাক্ত করতে ‘পরিবার’ এখন সিলেটে

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৯, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : আতিয়া মহলে নিহত নারী জঙ্গি মারজিয়ারা সীতাকুন্ডের নিহত নারী জঙ্গি জুবাইরা ইয়াসমিনের বোন কিনা সেটি নিশ্চিত হতে লাশ সনাক্তের জন্য তার পবিবারের দুই সদস্য সিলেটের ওসমানী হাসপাতালে পোঁছেছেন। আজ বুধবার সোয়া ১২ টায় সিটিএসবির কর্মকতারা হাসপাতালের মর্গে নারী জঙ্গির লাশ সনাক্ত করার জন্য নিয়ে যান। মঙ্গলবার সিলেটের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নারী জঙ্গির পরিবারকে সিলেটে প্রেরণ করতে সংশ্লিষ্টদের বার্তা পাঠানো হয়। এর অংশ হিসাবে সিলেটে আসলেন তারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে মনজিয়ারা পারভিনের পরিবার ২ সদস্য গতকাল মঙ্গলবারই সিলেট রওনা হন। জঙ্গি জুবাইরা ইয়াসমিন ও মনজিয়ারা পারভিনের বাবা নুরুল ইসলাম ও বড় ভাই জিয়াবুল হক এর মনজিয়ারার লাশ সনাক্তের জন্য আসেন। জাতীয় পরিচয়পত্রের সূত্রে জানা যায়, মনজিয়ারা বেগমের জন্ম ১৯৯৩ সালের ৩ এপ্রিল। তার বাবার নাম নুরুল আমিন, মায়ের নাম সাবেকুর নাহার। তিনি দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ২৭৮ নং বাইশারী মৌজার অংশ ৮নং ওয়ার্ডের বাসিন্দা।