• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে চাকুরীকরণের দাবিতে কর্মসূচী পালিত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০১৮

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা কতৃক আয়োজিত মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর গ্রহন অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ২৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ২ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন। সিলেট মহানগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,যুগ্ম সচিব জামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিত এর যৌথ সঞ্চালনায় এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এ.এইচ.এম ইসমাইল আহমদের সভাপতিত্বে কর্মসূচীতে অবস্থানকালে বক্তারা ধারাবাহিকতায় জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন ত্বরান্তি করার স্বার্থে এবং এদেশের মাধ্যমিক শিক্ষায় বিরাজমান নিরসন কল্পে মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা চাকুরী জাতীয়করণের পৃর্ব পর্যন্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকারের কৃপা দৃষ্টি কামনা করে বলেন ১জুলাই ২০১৬ইং হতে সরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের অনুরুপ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বার্ষিক ৫/ বৃদ্ধি প্রদান এবং সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা ও সিটি ভাতা প্রদান করা। পৃর্বের ন্যায় বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমবেতন স্কেলে বেতন প্রদান। বক্তারা আরো বলেন,মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যমান জনবল কাঠামো সংশোধন পৃর্বক শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা ও শিক্ষা প্রশাসনে শিক্ষকদের পদায়ন ও মাধ্যমিক স্তরে বিষয় ভিত্তিক শিক্ষক এর পদ সৃষ্টি করে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করণ। প্রযোজ্য ক্ষেত্রে একই মাধ্যমিক বিদ্যালয় একই সাথে কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অনুমোদন প্রদান এবং সৃষ্টপদে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ দানসহ অতিরিক্ত শেণী শাখা অনুমোদন নীতেমালা সহজ করণের নিমিত্তে তা শিক্ষা মন্ত্রনালয়ের পরিবর্তন শিক্ষা বোর্ডকে দায়িত্ব প্রদান।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সুমি শামছ উদ্দিন, যুগ্ম সচিব জামাল উদ্দিন,আব্দুল আহাদ, রিপন চক্রবর্তী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান, হারুনুর রশীদ,মহি উদ্দিন আহমদ, লিপুল আলম,নিজাম উদ্দিন, শাহনাজ মিয়া, জাকিয়া বেগম. আতিকুর রহমান, আব্দর বশির মানিক প্রমুখ। কর্মসূচী শেষে শিক্ষকরা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন। প্রেস-বিজ্ঞপ্তি