• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মানবকল্যাণে রোটারী ক্লাবের মতো বিত্তবানদের এগিয়ে আসা উচিত : এম আতাউর রহমান পীর

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০১৮

ডিজিএন লে: ক: অব প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেছেন ; মানবকল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। প্রচন্ড এ শীতে একটি কম্বল শীতার্থ একটি পরিবারকে শীত নিবারনে সাহায্য করবে। তাই রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর মতো সমাজের বিত্তশালীরা শীতবস্ত্র বিতরনে এগিয়ে আসলে শীতার্থ মানুষ উপকৃত হবে। তিনি গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর উদ্যোগে গরীব, প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট রোটারীয়ান হাজী তৌফিক বকস লিপনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জোনাল কো-অডিনেটর পিপি জাকির আহমদ চৌধুরী, এ্যসিসটেণ্ট গর্ভনর রোটা: পিপি মোশাররফ হোসেন জাহাঙ্গীর RFSM, রোটা:পিপি অধ্যাপক জয়ন্ত দাস।
আরো বক্তব্য রাখেন, রোটা: পিপি নজির আহমদ আজাদ MPHF, রোটা: পিপি কাজী হেলাল RFSM, রোটা: পিপি আজিজুর রহমান PHF, রোটা: আবু সুফিয়ান RFSM, রোটা: আহসান আহমদ খান RFSM, রোটা: মো: সাইফুর রহমান PHF, রোটা: ইকবাল হোসেন RFSM,, রোটা: আব্দুল বাছিত MPHF, রোটা: তানভির বকস RFSM,, রোটা: রেজাউল করিম RFSM, রোটা:ইখতিয়ার আহমদ চৌধুরী RFSM, রোটা: ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী RFSM,, রোটা: এডভোকেট আজিম উদ্দিন , রোটা: সৈয়দ বাহারুল ইসলাম রিপন, রোটা: আসাদুজ্জামান রনি MPHF, রোটা: এডভোকেট আসমা বেগম RFSM,।
এসময় বক্তরা আরো বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন ক্লাবের মতো অন্যান্য প্রতিষ্ঠান যদি মানবকল্যাণে এগিয়ে আসত তাহলে সমাজের হতদরিদ্রদের কষ্ট অনেকাংশে কমে যেত। প্রেস-বিজ্ঞপ্তি।