• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দেশে এসেছেন বিজয় ব্যাজের প্রবক্তা বেলায়েত হোসেন চৌধুরী রিপন

প্রকাশিত মার্চ ৫, ২০১৮
দেশে এসেছেন বিজয় ব্যাজের প্রবক্তা বেলায়েত হোসেন চৌধুরী রিপন

দেশে এসেছেন বিজয় ব্যাজের প্রবক্তা বেলায়েত হোসেন চৌধুরী রিপন। কানাডা থেকে সৌদি আরব হয়ে তিনি সম্প্রতি দেশে আসেন। এক সময় সিলেটের সামাজিক, সাংস্কৃৃতিক ও ক্রীড়া জগতের পরিচিত মুখ রিপন মাস খানেক দেশে অবস্থান করবেন। দেশে থাকাকালিন সময়ে ০১৭৯৭৪৮৭৯০৪ নাম্বারে তার সাথে যোগাযোগ করা যাবে। প্রসঙ্গত, বেলায়েত হোসেন রিপন প্রবাসে বাঙালিদের মধ্যে ৭১’র চেতনা ছড়িয়ে দেয়ার কাজ করেন। প্রথম বাঙ্গালি হিসেবে তিনিই প্রথম দেশে দেশে গিয়ে বিজয় উৎসব শুরু করেন। ২০০২ সালে তিনি বিজয় ব্যাজ তৈরী করেন। প্রবাসী বাঙ্গালিদের বুকে লাগিয়ে দেন লাল-সবুজের বিজয় ব্যাজ। তার এই অভিনব উদ্যোগ সাদরে গ্রহণও করেছেন প্রবাসী বাঙালিরা। তার এই উদ্যোগ প্রবাসী নতুন প্রজš§কে দেশের প্রতি আগ্রহও বাড়াচ্ছে। বাড়ছে দেশপ্রেমও। বিজয় ব্যাজের মত প্রতীকী কর্মসূচী পালনের মাধ্যমে ভিনদেশি যারা এখনো বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে ’অপরিচিত’ তাদের মাঝে মুক্তিযুদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাস-চেতনা-অর্জনগুলো সহজেই তুলে ধরছেন রিপন। কানাডা থেকে শুরু হওয়া তার এই মহতি উদ্যোগ বিশ্বের ২৬ দেশে এখন সমাদৃত। বিজ্ঞপ্তি