• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো সম্প্রসারিত করার আহবান রাষ্ট্রপতির

প্রকাশিত মে ৯, ২০১৬
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো সম্প্রসারিত করার আহবান রাষ্ট্রপতির

সিলেট সুরমা ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের কার্যক্রমকে আরো সম্প্রসারিত ও বেগবান করার আহবান জানিয়েছেন।বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এ উপলক্ষে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও কর্মচারীসহ এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী বিপন্ন মানুষের পাশে থেকে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশেও সরকারের সহযোগী সংগঠন হিসেবে এ প্রতিষ্ঠান বন্যা, সাইক্লোন, খরা, শৈত্যপ্রবাহ, মহামারি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও দুর্ঘটনা, অগ্নিকান্ড এবং মানবসৃষ্ট দুর্যোগে দুঃস্থ ও বিপন্ন মানুষের সেবায় নিয়োজিত থাকে।তিনি বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা প্রদান করে এ মানব হিতৈষী প্রতিষ্ঠান যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা খুবই প্রশংসনীয়। এ প্রেক্ষাপটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে এবারের প্রতিপাদ্য ‘সর্বত্র, সবার জন্য’ অত্যন্ত যথার্থ হয়েছে।আবদুল হামিদ বলেন, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট এর জন্মদিনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়ে থাকে। দুর্যোগ কবলিত অসহায় ও বিপন্ন মানুষকে সেবা প্রদানের মাধ্যমে বিশ্ববরেণ্য এ ব্যক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব। ৭ মে, ২০১৮ (বাসস)