• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নগরীতে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৪, ২০১৫
নগরীতে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ

সিলেট সুরমা ডেস্ক : নগরীর কামালগড় এলাকায় হাসান মার্কেটের এক ব্যবসায়ীর উপর হামলাকারী এক ব্যক্তিকে আটক করেছে কতোয়ালী থানা পুলিশ। আটকৃত নাম জিয়াউর রহমান দিপন (৪৭) সে কতোয়ালী থানার কামালগড় এলাকার তুলসী-১১২ বাসার মৃত তেরা মিয়ার পুত্র। তিনি মামলার এজহারনামীয় ৩ নং আসামী। উল্লেখ্য গত ১৮ মে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কতোয়ালী থানার কামালগড় এলাকার মসজিদের সামনে ঐএলাকার বাসিন্দা হাসান মার্কেটের নিউ সামিয়ান ফ্যাশন দোকান নং-৫৮ ব্যবসায়ী মোঃ আমির হানিফ (৩৪)এর উপর হামলা করে একদল সন্ত্রাসী। পরে গুরুতর আহত অবস্থায় আমির হানিফকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। ঐসময় হামলাকারীরা সাথে থাকা নগদ প্রায় লক্ষাধিক টাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরদিন হানিফের বড় ভাই ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ কে আসামী করে কতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ৩৯ তারিখ ঃ ২০/০৫/১৮ইং। মামলার ১ নং আসামী একই এলাকার মোঃ লিংকন (৩২) ২নং আসামী ফাহিম আহমদ (২০) উভয় পিতা শামীম আহমদ, ৩নং আসামী জিয়াউর রহমান দিপন (৪৭) পিতা মৃত তেরা মিয়ার , ৪নং আসামী সুমন আহমদ (৪২) ও ৫ নং আসামী ইমন আহমদ (৩২) উভয় পিতা হাফিজুর রহমান পংকি মিয়া। গতকাল দুপুরে নগরীর বন্দরবাজার থেকে জিয়ার রহমান দিপনকে আটক করে কতোয়ালী থানা পুলিশ। আটকের কথা স্বীকার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আখতারুজ্জামান পাঠান তিনি আরো বলেন একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।