বিনোদন ডেস্ক :: প্রেম থেকে ভালোলাগা আর ভালোবাসার সৃষ্টি, ভালবাসা মানুষকে করে জয়ী, কারো করে সর্বনাশ, প্রেম আর ভালোবাসাহীন পৃথিবীতে বেচেঁ থাকা কষ্টের । যুগ যুগ ধরে চলে আসা ভালবাসার মহা-সম্মিলনে কেউ গড়েছেন অমর কৃর্তি। ভালোবাসার জন্য কেউ দিয়েছেন নিজের প্রাণ, কেউবা করেছেন কারো প্রাণহরণ। পৃথিবীতে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ভালোবাসার অসংখ্য ঘটনা ঘটলেও সাম্প্রতিক সময়ে ঢাকার চকবাজারে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকান্ডে প্রাণ হারান অন্তত ৮১ জন। সেই ৮১ জনের মধ্যে এক দম্পতির মৃত্যুর করুন কাহিনীটি সবার হৃদয়ে নাড়া দেয়। ভালবাসার কাছে হার মানেননি ঐ দম্পতি। স্ত্রী গর্ভবতি হওয়ায় তাকে ফেলে ভবন থেকে নিচে নামেননি স্বামী। দুজনই আগুনে পুড়ে মারা যান।
ঢাকা চকবাজারের সেই ঘটনা নিয়ে সিলেটের তরুন অভিনেতা শিপন আহমদ নির্মাণ করলেন ১২ মিনিটের একটি শর্ট ফ্লিম। তার শর্ট ফ্লিমে উঠে এসেছে কষ্ট আর বেদনা ভরা সেই করূন কাহিনীটি। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা নিয়ে শিপন আহমদ নির্মাণ করছেন শর্ট ফ্লিম নিঃশ্বেষে ভালোবাসার জয়। চকবাজারে ঘটে যাওয়া এই অগ্নিকান্ডের এই দম্পতি কেন বের হতে পারলেননা আসল ঘটনা কেউ বলতে পারেননি, তাই শিপন আহমদ এই ঘটনার কাল্পনিক রূপ দিয়ে নির্মাণ করলেন শর্ট ফ্লিম নিঃশ্বেষে ভালোবাসার জয়। এতে অভিনয় করছেন, শিপন আহমদ, হেনা আলী, সালমান, সুইটি, কামাল ও জাফর হোসেন রুবেল। রচনা ও পরিচানা শিপন আহমদ, গল্প ভাবনা এনাম বিন সিদ্দিক। শর্ট ফ্লিমটি ২৬ ফেব্রুয়ারী ইউটিউব চ্যানেল হ্যালো বাংলায় দর্শকদের জন্য উন্মোক্ত করা হয়েছে।