• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের সম্মুখের রাস্তায় সন্ত্রাসী হামলায় আহত ১

sylhetsurma.com
প্রকাশিত মে ২২, ২০১৯
গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের সম্মুখের রাস্তায় সন্ত্রাসী হামলায় আহত ১

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের সম্মুখের রাস্তায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মসুদ আহমদ নামের এক ব্যক্তি। তিনি কিসমত মাইজভাগ নিবাসী মৃত মুহিব আলীর পুত্র। মসুদ আহমদকে গুরুত্বর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯টার দিকে। ঘটনার বিবরণে জানা যায়, মসুদ আহমদ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম আহমেদের শ্বশুর। মোয়াজ্জেম আহমেদ গোলাপগঞ্জের কিছমত মাইজভাগ গ্রামের মৃত মখলিছুর রহমানের পুত্র। তার সৎ ভাই, মকবুল হোসেন, আব্দুল্লাহ হোসেন ও রহমান হোসেনসহ অন্য আরও দুইভাই পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে মোয়াজ্জেম আহমেদকে বিভিন্ন সময়ে মিথ্যে মামলায় জড়িয়ে নানান ধরনের নির্যাতন করে আসছেন। এক পর্যায়ে গায়ের জোরে সৎ ভাইরা তাকে বাড়ি থেকে বের করে দেন। মোয়াজ্জেম আহমেদ নিরুপায় হয়ে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আশ্রয় নেন। আহত মসুদ আহমদের পরিবার থেকে অভিযোগ করা হয়, মোয়াজ্জেম আহমেদের  সহায় সম্পত্তির জাল দলিল তৈরী করে তাতে দস্তখত নিতে তার শ্বশুরবাড়ীতে আসেন তিন সৎ ভাই। উক্ত দলিলে মোয়াজ্জেমের দস্তখত করিয়ে দেওয়ার জন্য শ্বশুর মসুদ আহমদকে চাপ দেন তারা। তিনি অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেবে বলে ধামকি দিয়ে যায়। এরই জের ধরে, গতকাল মসুদ আহমদ ব্যবসার কার্যক্রম শেষ করিয়া হেতিমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে ফুলবাড়ী ইউনিয়নের সামনের পাকা রাস্তায় ওৎ পেতে থাকা মোয়াজ্জেম আহমেদের সৎ ভাইয়েরা তার উপর আক্রমন চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মসুদ আহমদ মারাত্মক জখমী হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানান, তার মুখের ডান পাশে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে মসুদ আহমদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটির সুষ্ঠু বিচারের দাবিতে মকবুল হোসেন, আব্দুল্লাহ হোসেন ও রহমান হোসেন গংদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই মামলা দায়ের করা হবে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি শুনেছেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মসুদ আহমদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।