• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কানাইঘাটে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩

sylhetsurma.com
প্রকাশিত মে ৬, ২০১৩
কানাইঘাটে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে জমি দখল নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, কানাইঘাটের সর্দারমাটি গ্রামের কামাল উদ্দিন ও তার দুই পুত্র সাব্বির আহমদ ও মো: আব্দুস সামাদ। তারা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কানাইঘাটের গাছবাড়ি বাজারের রাস্তার পাশে কামাল উদ্দিনের বেশ কিছু জমি রয়েছে। আর তার পাশেই রয়েছে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদেরও জমি। এই জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিলো । এ নিয়ে উভয় পক্ষের মামলাও রয়েছে আদালতে । কিন্তু মামলা চলমান অবস্থায় ২০১২ সালে কামাল উদ্দিনের জমি জোরপূর্বক দখল করে নেন চেয়ারম্যান মাসুদ । এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাদিকবার সংঘর্ষও হয়। জমি দখলে রাখতে কামাল উদ্দিন ও তার দুই পুত্রকে মামলা দিয়ে হয়রানি করতে থাকেন মাসুদ। পুলিশ দিয়ে তাদেরকে আটকও করান। দীর্ঘ ছয় মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়ে গত ৫ মে বিকেলে কামাল উদ্দিন তার দুই পুত্রকে নিয়ে তার জমি দখল মুক্ত করতে গেলে মাসুদ আহমদ ও তার পুত্র সুহেল আহমদ রানা দলবল নিয়ে তাদের ওপর হামলা চালান। দেশীয় অস্ত্র দিয়ে তাদের আঘাত করলে কামাল উদ্দিন ও তার দুই পুত্র সাব্বির আহমদ ও মো: আব্দুস সামাদ গুরুতর জখম হন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কামাল উদ্দিনের অবস্থা আশংকাজনক। রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো