• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৃহবধূর মৃত্যু : মামলা দায়ের : স্বামী ও ২য় স্ত্রী কারাগারে

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
গৃহবধূর মৃত্যু :  মামলা দায়ের : স্বামী ও ২য় স্ত্রী কারাগারে

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সোমবার গৃহবধূ নার্গিসের ভাই জাহাঙ্গীর মিয়া বাদি হয়ে তার বোনের স্বামী জীবন ও তার ২য় স্ত্রী সামসুন্নাহার সহ ৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার (২১ অক্টোবর) এই মামলায় পুলিশ জীবন ও সামসুন্নাহারকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই( উপ-পরিদর্শক) আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার মীরনগর গ্রামের ফারুক ইসলাম ওরফে জীবন মিয়া ও তার পরিবারের লোকজন গৃহবধূ নার্গিসকে যৌতুকের জন্য প্রায় সময় নির্যাতন করতেন। গত রোববার সকালে কড়া গ্রামের একটি ভাড়াটিয়া বাসায় নার্গিসের রহস্যজনক মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গৃহবধূর স্বামী জীবন ও তার ২য় স্ত্রী সামসুন্নাহারকে আটক করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।