• ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শরীফগঞ্জ ইউনিয়নে ফ্রি চিকিৎসা নিলেন ৩ শতাধিক লোক

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
শরীফগঞ্জ ইউনিয়নে ফ্রি চিকিৎসা নিলেন ৩ শতাধিক লোক

গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নে ফ্রি কিডনি চিকিৎসা ও কিডনি রোগে আক্রান্তদের পরামর্শ প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে রোটারি ক্লাব অব সিলেট সানসাইন। বারাকা পাওয়ার লিমিটেডের অর্থায়নে শুক্রবার ইউনিয়ন কমপ্লেক্সে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখা। দিনব্যাপী এ কর্মসূচিতে তিনশতাধিক লোক সেবা গ্রহণ করেন।
রোটারি ক্লাব অব সিলেট সানসাইন এর সভাপতি গউস মইন উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন- রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ পিডিজি শহীদ আহমদ চৌধুরী।
ক্লাব সাধারণ সম্পাদক সাহিদুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কিডনি রোগ বিষয়ে বিভিন্ন কথা তুলে ধরেন কিডনি ফাউন্ডেশন সিলেটের পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন-ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মুছাব্বির, রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের পিপি মো. আছাদুজ্জামান সায়েম, ফাহিম আহমদ চৌধুরী, সমাজকর্মী মাহবুবুল হক চৌধুরী, ডা. খাইরুল হাসান, রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের পিপি এনামুল কুদ্দুস চৌধুরী, ওয়াসিম আহমদ চৌধুরী, মোহাম্মদ হানিফ, মো. হাফিজুর রহমান চৌধুরী রিয়াজ, সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, আইপিপি হেলাল উদ্দিন আহমদ, সদস্য মো. আনোয়ারুল হক, আকমাদুল হক, কোষাধক্ষ তপন কুমার রায়, সদস্য ইশতিয়াক উদ্দিন আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।