ঢাকা ৮ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: 2:57 AM, November 18, 2019
সিলেট সুরমা ডেস্ক : ব্যাংক কর্মকর্তা ও ব্যাডমিন্টন তারকা লোকমান আহমেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শ্যামলী আবাসিক এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, লোকমান আহমেদ সিলেটের সর্বমহলে পরিচিত একজন লোক। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত মানবিক এবং শান্তিপ্রিয় মানুষ। মাদক এবং চাঁদাবাজীর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার কারণেই সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে। যা খুবই দুঃখজনক। তারা এ হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর জানান।
হামলার প্রতিবাদে শ্যামলী আবাসিক এলাকার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি হলো আগামী শনিবার সকাল ১১টায় শ্যামলী আবাসিক এলাকায় মানববন্ধন ও এলাকার সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্যামলী আবাসিক এলাকার মুরব্বী ওয়াহিদ চৌধুরী, মতিউল আলম, আসাদুজ্জামান, মো. ফয়জুল ইসলাম, মো. শিপন মিয়া, ইঞ্জিনিয়ার আলী বাহার চৌধুরী, মো. শামীম আহমদ শামীম, ফারুক আহমদ চৌধুরী, মো. বখতিয়ার উদ্দিন, মো. খোকন মিয়া, মো. আফিজুর রহমান, মো. শামসুল হুদা, হুসেইন আহমদ, আনোয়ার হোসেন খান, মো. তাজ উল্লাহ, হোসেন আহমদ শামীম, রহমত উল্লাহ, এ মান্নান, বাবলু, মো. আয়না মিয়া, মো. জুবের, আবুল মত্তম (ফকু), অনিব আহমদ, জাবের আহমদ চৌধুরী, মারুফুল আম্বিয়া চৌধুরী, মো. আশরাফ হোসেন, বাচ্চু মিয়া, মো. রিয়াজ উদ্দিন, ডা. মামুনউর রশীদ, মো. হোসেন আহমদ, মো. ফরিদ আহমেদ, মো. ফারুক আহমদ, হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, আইয়ুবুর রাজা চৌধুরী আয়ুব, মিলু চৌধুরী, সালেহ আহমদ, সুবেদুর রহমান মুনা, তবিবুর রব তামিম, আবুল ওয়াদুদ, মো. শাহাব উদ্দিন, মখবুল হোসেন চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি