• ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গলে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন : সভাপতি মো. আসলাম, সম্পাদক কবির মোল্লা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৯
শ্রীমঙ্গলে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন : সভাপতি মো. আসলাম, সম্পাদক কবির মোল্লা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনর মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মো. আসলাম সভাপতি ও কবির মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মো. আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন।

শ্রীমঙ্গল পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আজিবুল হোসেন সাজ্জাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক নাছির আহমেদ কাউয়ুম, সাংগঠনিক সম্পাদক মুহিবুল কাদির পিন্টু, জেলা ওলামা জাতীয় পার্টির সভাপতি মুফতি মাওলানা আবু মো. বেগ, কুলাউড়া জাতীয় পার্টির লুৎফল হক, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দরুদ আলী।

সম্মেলনে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।