ঢাকা ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০১৯’ এ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস খান। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচন করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে ৮টি বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীসহ শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সদস্যবৃন্দ।
কমলগঞ্জ উপজেলায় অন্যান্য বিভাগে নির্বাচিত শ্রেষ্ঠরা হলেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজিতা সিনহা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক দর্গাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খায়রুন নাহার, শ্রেষ্ঠ বিদ্যালয় কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক ছয়কুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়ছল আল কয়েছ চৌধুরী ও শ্রেষ্ঠ ঝরেপড়া রোধ হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০১৯’ এর কমলগঞ্জ উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০১৯’ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি