• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ এর প্রিন্সিপালের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ এর প্রিন্সিপালের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

দিরাই উপজেলার বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ এর প্রিন্সিপাল নৃপেন্দ্র চন্দ্র দাশ এর অপকর্মের প্রতিবাদে সচেতন যুব সমাজ এর ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ২৬ জানুয়ারী দুপুরে স্থানীয় আকিলশাহ বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন গ্রামের মুরুব্বীয়ান ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ বক্তব্য রাখেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুল আহাদ (সাবেক চেয়ারম্যান), আব্দুল মতিন চৌধুরী, রবিউল ইসলাম মান্না,মহিম উদ্দিন, এনামুল হক লেচু এবং কলেজের ছাত্র ও বিভিন্ন উচ্চবিদ্যালয়,মাদ্রাসার ছাত্র উপস্থিত থাকার পাশাপাশি এলাকার যুব সমাজের মধ্যে জাকারিয়া আহমেদ, একরাম হোসাইন, সাজু আহমেদ, জাহাঙ্গীর চৌধুরী, হিফজুর রহমান, স্বপনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা ও উক্ত কলেজের ছাত্রছাত্রীদের জোর দাবি হচ্ছে প্রিন্সিপাল নৃপেন্দ্র চন্দ্র দাশ এর নারী কেলেংকারী ও অনৈতিক কর্মকান্ডের জন্য পদত্যাগ ও দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে প্রশাসনিক উর্দ্ধতন কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। প্রেস-বিজ্ঞপ্তি।