• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৫ হিজরি

তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হুলডিং টেক্সের মুল কপি গায়েবের প্রতিবাদে সভা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২০
তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হুলডিং টেক্সের মুল কপি গায়েবের প্রতিবাদে সভা

সিলেট সুরমা ডেস্ক :  সিলেটের দক্ষিন সুরমার দাউদপুর ইউনিয়ন থেকে তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হুলডিং টেক্স, আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মুল কপি, জাতীয় পরিচয় পত্রের ভলিয়ম দাউদপুর ইউনিয়ন পরিষদ থেকে গায়েব হয়েছে। তারই প্রতিবাদে গত ০১ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ এশা তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের যুব সমাজ ও সচেতন সমাজ আয়োজিত এক প্রতিবাদ সভা গ্রামের বিশিষ্ট মুরব্বি মন্তাজ আলী’র সভাপতিত্বে তার বাড়িতে অনুষ্ঠিত হয়। তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তুরুকখলা হাড়িয়ারচর মৌজায় অবস্তিত দাউদপুর ইউনিয়ন পরিষদ, কিন্তুু এই পরিষদ থেকে উদ্যেশ্য মুলকভাবে ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হুলডিং টেক্স, আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মুল কপি ও অ্যাসিসমেন্ট এর মুল কপি গায়েব করেছেন। বক্তারা এদরনের ন্যাক্ষার জনক কাজের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামীতে এমন সড়জন্তমুলক কাজে চোয়ারম্যান জড়িত থাকলে তার সঠিক জবাব দিবে গ্রামবাসী। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী মনির আলী, জোয়াইদ আলী, কন্তাজ আলী, হারুন মিয়া, মসব আলী, মেম্বার কামরুল ইসলাম, মালেকা বেগম মেম্বার, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক সেবুল আহমদ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুব সমাজ ও সচেতন সমাজের নেতৃত্বের মধ্যে উছতার আলী, আব্দুর রহমান, ছিফার আহমদ, কয়ছর আলী, খলিল আহমদ, আমরুছ আলী, শাহজাহান মিয়া, বাদল মিয়া, দুলাল আহমদ, জুবেল আহমদ, আজমল আলী, লোছন মিয়া, রফিক মিয়া, ইরন মিয়া, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ সাকির আহমদ, সাহেদ আহমদ, আব্দুল কাদির, সুরমান আলী, ইমন আহমদ, নুরুল ইসলাম, জাবেদ আহমদ, আলী হোসেন, জামিল আহমদ, তোফায়েল, জাকির আহমদ, ছালেক আহমদ, আমিনুল ইসলাম, এমরান আহমদ প্রমুখ। এছাড়াও গ্রামের সর্বস্হরের নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আরো বলেন, তথ্য খুজে বের করার লক্ষে ইউনিয়ন পরিষদের সভায় ব্যায়াপক আলোচনার মাধ্যমে রেজুলেশন করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সঠিক তদন্তের মাধ্যমে ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রার মুল কপি, জাতীয় পরিচয় পত্রের বলিয়ম খুজে বের করার লক্ষে তদন্ত কমিটির এক সভা গত ২৪ আগষ্ট সোমবার ১১টায় দাউদপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটির সভাপতি ২নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় ইউপি মেম্বার মালেকা বেগম, মোঃ হিরা মিয়া মেম্বার ও দাউদপুর ইউপি সচিব নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল খালিক উপস্থিত ছিলেন। সভায় দির্ঘ ২ ঘন্টা আলাপ আলোচনা ও জেরার মাধ্যমে বের হয়ে আসে, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল সচিব নজরুল ইসলামের কাছ থেকে হুলডিং টেক্স, আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রার মুল কপি নিয়েছেন এর পর সেটা আর সচিবের কাছে ফিরত দেননী। এঘটনার প্রতিবাদে তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের সচেতন সমাজ, যুব সমাজ প্রতিবাদ সভা, মত বিনিময় সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন।