• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে আধুনিক কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২২
কানাইঘাটে আধুনিক কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নে আধুনিক কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় গোসাইনপুর গ্রামে নবনির্মিত দৃষ্টিনন্দন ‘গোসাইনপুর কমিউনিটি ক্লিনিক’ ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এতে ইউপি সদস্য নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সিএইচসিপি এসোশিয়েশনের সভাপতি হেলাল আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য দেন ক্লিনিকের সিএইচসিপি কাওছার আহমদ সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মণ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ তমাল, পরিসংখ্যানবিধ সুবোদ চন্দ্র দাস।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া লোকজনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক কমিউনিটি ক্লিনিক চালু করেন। এরই ধারাবাহিকতায় গোসাইনপুর কমিউনিটি ক্লিনিকের যাত্রা। এই ক্লিনিকটি এ অঞ্চলের মানুষজনের স্বাস্থ্যসেবায় বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ মনসুর, সমাজসেবী এনামুল হক।
উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা জাহানারা বেগম, জোস্না রাণী দাস, উপজেলা সিএইচসিপি এসোশিয়েশনের সাধারণ সম্পাদক সুকান্ত চক্রবর্তী, ক্লিনিকের (এফ.ডব্লিউ.এ) রেহানা বেগম চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আব্দুলাহ, নুর উদ্দিন, রফিকুল হক, ছামছুল হক, ফরিদ আহমদ, ইলিয়াছ আলী, সাজ্জাদুর রহমান, বিলাল উদ্দিন, রাহিম উদ্দিন, আব্দুর রকিব, আবু তাহের, বেবুল চন্দ্র প্রমূখ।