• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৩
দিরাইয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

সুনামগঞ্জের দিরাইয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ।  সোমবার (৪ ডিসেম্বর) ভোরে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ৪ টি মিনি ট্রাকে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুল হাই’র ছেলে আল আমীন (২০), আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), ছিদ্দিক মিয়ার ছেলে মঞ্জিল মিয়া (৪২), রবীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথ (২১)। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক বোঝাই ভারতীয় চিনি নিয়ে সোমবার ভোরে সুনামগঞ্জ থেকে দিরাই বাজারে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর এলাকায় ভারতীয় চিনি বোঝাই ৪ টি মিনি ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।