
মৌলভীবাজারের বড়লেখায় দাসেরবাজার ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্থানীয় কার্যালয়ে সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা যুবকল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
যুব সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সভাপতি শাব্বির আহমদ।
ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহবুব। এসময় উপস্থিত ছিলেন মিছবাহ উদ্দিন, এমরান হোসেন ও ফয়সল আহমদসহ প্রমুখ।
সম্মেলনে শাব্বির আহমদকে সভাপতি এবং মো. আব্দুলাহ আল মামুনকে সাধারণ সম্পাদক মনোনীত করে দাসেরবাজার ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি এবং ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।