
সিলেট সুরমা ডেস্ক : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ — মুক্তচিন্তার লেখক তাবাসসুম খানম সুমাইয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং: ৩৯/২০২৫)। ধর্মীয় মৌলবাদ, নারী নিপীড়ন এবং রাষ্ট্রীয় অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।
তাবাসসুম খানম সুমাইয়া একজন নারীবাদী ব্লগার। তিনি নিয়মিতভাবে তার ফেসবুক ও ব্লগে ধর্মীয় কুসংস্কার, বাল্যবিবাহ, পুরুষতান্ত্রিক সহিংসতা, এবং ধর্মের নামে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা লেখালেখি করে থাকেন।
তার পরিবার এবং প্রতিবেশীদের বরাতে জানা যায় যে কিছুদিন থেকে অজ্ঞাত পরিচয়ে তার বাসায় এবং পরিবারের সদস্যদের উপর নজরদারির আলামত স্পষ্ট হয়ে উঠে। প্রতিবেশীরা জানান, কিছু লোক সুমাইয়ার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে এবং সে কোথায় তা জানতে চাওয়া হয়েছে।
অবশেষে গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়, যার মাধ্যমে তাকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি “ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন”।
সুমাইয়া বলেন, বাংলাদেশে বাকস্বাধীনতা কাগজে-কলমে আছে, বাস্তবে নয়। আমি যা লিখেছি, তা মানবতা ও সমানাধিকারের পক্ষে। কিন্তু এখন আমি ভয়ে আছি—যেকোনো মুহূর্তে আমাকে কারাবন্দি বা হয়রানির শিকার করা হতে পারে। দেশে ফিরে যাওয়া আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
মানবাধিকার সংগঠনগুলো এ মামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে, বিশেষ করে নারী ও ধর্মনিরপেক্ষ লেখকদের বিরুদ্ধে।