• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইমাম হত্যাকান্ডের প্রতিবাদে সিলেটে মাদানী কাফেলার বিক্ষোভ মিছিল সমাবেশ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০১৬

দেশব্যাপী মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় নিরাপত্তা বিধান এবং সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যাকান্ডের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা সিলেট বন্দরবাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বেরকরে মাদানী কাফেলা বাংলাদেশ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে পথসভায় মিলিত হয়। মাদানী কাফেলা সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজির সভাপতিত্বে ও জাগরন সাংস্কৃতিক দলের পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাদানী কাফেলার উপদেষ্ট মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেট জেলার আহবায়ক হাফিজ মাসউদ আজহার, বিশিষ্ট ব্যবসায়ী আমিন আহমদ রাজি, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা ফয়েজ উদ্দীন, জামেয়া দারুল উলুমের শিক্ষক হাফিজ আব্দুল হাই, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুর রহমান, আরিফ রব্বানী, মাওলানা আতিকুর রহমান,দেলওয়ার হোসাইন ইমরান, মইনুল ইসলাম আল মামুন, আব্দুল করিম হেলালী, আকরাম মুহসিন, আব্দুস সালাম, শাখাওয়াত শিকদার, আতিকুর রহমান হাতিমী, রাসেল আল হাদী, আবু মারজান নোমানী,হাফিজ সানাউল্রাহ প্রমুখ।
বক্তারা অবলিম্বে ইমাম মাওলানা আব্দুর রহমান এর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। দেশ ব্যাপী আলেম উলামা,মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জানমালের নিরাপত্তা দিতে হবে। নিহত ইমামের ফেসবুক আইডি থেকে প্রচারিত পোষ্ট এর জেরধরে খুন হয়েছেন কিনা বিষয়টি তদন্তের দাবী জানান। মহানগর ইমাম সমিতি মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, ইমাম হত্যাকান্ডের সুষ্টতদন্ত করে খুনীদের ফাসিঁ দিতে হবে। অন্যতায় সিলেটের তৌহিদী জনতা ঘরে বসে থাকবেনা। তিনি নগরীর কাজল  শাহ এলাকায় ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় হাজার হাজার মুসল্লীদের আসামী করে মামলা দায়েরের তিব্র নিন্দাজানিয়ে বলেন,একটি মহল সিলেটের শান্তপরিবেশকে অশান্ত করে তোলার পায়তারা করছে।
কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী বলেন, দেশে ইমাম মুয়াজ্জিনদের জান মালের নিরাপত্তা দিতে সরকারকে আইন প্রনয়ন করতে হবে। জাতীয় মসজিদ থেকে সকল ইমাম হত্যাকান্ডের প্রতিবাদ হওয়া উচিত।  তিনি অবিলম্বে মাওলানা আব্দুর রহমানের খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। মানুষ হত্যাকরা কোন ধর্মেই সর্মথন করতে পারেনা। দেশব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদের অব্যাহত ধারাবাহিকতায় এই হামলা হতে পারে বলে আমরা মনে করছি। এর সুষ্টতদন্ত ও বিচার চাই।  প্রেস বিজ্ঞপ্তি ।