• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে দেড়মাস আগে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করলো পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০
কানাইঘাটে দেড়মাস আগে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করলো পুলিশ

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  সিলেটের কানাইঘাট উপজেলার বাটিবারাপৈত গ্রাম থেকে দেড় মাস আগে চুরি হয়ে যাওয়া একটি ডিস্কোভারি মোটর সাইকেল উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ।   গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সঞ্জিত রায় অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী কানাইঘাট উপজেলার সড়েকের বাজার এলাকার নারায়নপুর গ্রামের নাছির উদ্দিন তার ১২৫ সিসি ডিস্কোভারি মোটর সাইকেল যাহার ইঞ্জিন নং-৫৭৫৭১, চেচিস নং-৯৪৮৩০ নিয়ে সড়কের বাজারে যান। সেখানে তিনি সাইকেলের হেন্ডেলে ঝুলানো একটি ব্যাগে ১শত টাকা মূল্যের ৫টি সাদা স্ট্যাম্প ও কিছু কাপড় রেখে চুলকাঠার জন্য সড়েকের বাজারস্থ প্রিয়াঙ্কা নামক সেলুনে প্রবেশ করেন। সেলুন থেকে বেরিয়ে দেখেন কে বা কারা তার সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুজি করে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটির কোন সন্ধান না পেয়ে ১৫/২/২০২০ ইং তারিখে নাছির উদ্দিন নিজেই কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর থেকে চুরি হওয়া সাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল (২০ এপ্রিল) সোমবার গোপন সংবাদের ভিত্তিত্বে বাটিবারাপৈত গ্রামে অভিযান চালিয়ে জনৈক আব্দুল মতিনের বাড়ির একটি বসত ঘর থেকে দেড় মাস আগে চুরি হয়ে যাওয়া নাছির উদ্দিনের মোটর সাইকেলটি উদ্ধার করেন কানাইঘাট থানার এসআই সঞ্জিত রায়। এ ঘটনায় কানাইঘাট থানায় দায়ের প্রস্তুতি চলছে বলে জানান, উদ্ধার হওয়া সাইকেলের মালিক নাছির উদ্দিন।