• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কদমতলী থেকে যুবকের লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
কদমতলী থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরির ২৬ নং ওয়ার্ডের কদমতলীর সুরমা নদীর দক্ষিণ পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টায় কদমতলীর স্থানীয় লোকজন নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাব ইন্সপেক্টর মো. নূরে আলম সিদ্দিক ও দক্ষিণ সুরমা ফাড়িঁ পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। উদ্ধারকৃত লাশটির নাম সাগর বলে জানা গেছে। তার বাড়ি কিশোরগঞ্জ মিঠামইন এলাকায়। সে ৮ দিন আগে কাজের সন্ধানে কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের পীযুষ নামীয় এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলো। পীযুষ জানিয়েছে ঐ যুবকের পরিচয়। তবে তার এই ঠিকানা সঠিক কিনা তা বলতে পারছেন না পীযুষ। কি কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা ও পুলিশের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। প্রেস-বিজ্ঞপ্তি।