• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বড় ভাইকে ২’শ পিস ইয়াবা সহ পুলিশে ধরিয়ে দিলেন ছোট ভাই

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৬

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বড় ভাইয়ের ইয়াবা ব্যবসায় যুব সমাজ ধ্বংস হতে দেখে বিবেকের তাড়নায় ২ শ’পিস ইয়াবা ট্যাবলেট সহ  পুলিশে ধরিয়ে দিলেন খোদ ইয়াবা ব্যবসায়ীর ছোট ভাই। ইয়াবা ব্যবসায়ীর নাম, দুলাল উদ্দিন (৪৫)। সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বারহাল গ্রামের দুলাল উদ্দিন বিগত কয়েকবছর যাবত বারহাল নিজ বাড়িতে থেকে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পুলিশ বেশ কয়েকবার ফাঁদ পাতলেও চতুর দুলাল ফাঁদে আটকা পড়েনি। এদিকে এলাকার যুব সমাজ ইয়াবা আসক্তিতে ধ্বংস হতে দেখে দুলালের সহোদর ছোট ভাই নজরুল ইসলাম পুলিশের শরাপন্ন হয়। অবশেষে রবিবার ভোররাতে নজরুলের দেয়া সুনিদ্রিষ্ট তথ্যের ভিক্তিত্বে গ্রামবাসীর সহায়তায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ দুলালের বাড়ি ঘেরাও করে। । এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা একটি সবুজ রঙের প্লাষ্টিকের থলে থেকে ২’শ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মুল্য প্রায় ৪০ হাজার টাকা।