• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুর্ধর্ষ ডাকাতি : ৮ দিনেও মামলা নেয়নি পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৬

জগন্নাথপুর সংবাদদাতা
জগন্নাথপরে ডাকাতি ঘটনার ৮দিনেও মামলা নেয়নি থানা পুলিশ। এ ঘটনায় আদালতের আদেশও আমলে নিচ্ছেন না থানার ওসি মুহাম্মদ মুরসালীন। গত ১৫অক্টোবর ভোররাত ২টায় জগন্নাথপুর উপজেলার কান্দারগাঁও প্রকাশিত নোয়াগাঁওয়ের আব্দুল কাইয়ুমের বাড়িতে দুর্ধর্ষ এ ডাকাতি সংঘটিত হয়। সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ কদেু দুই পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সোয়া ৫লাখ টাকার মালপত্র লুটে নেয়
। এ ঘটনায় গৃহকর্তা আব্দুল কাইয়ুম জগন্নাথপুর থানায় মামলা দায়ের করতে গেলে অজ্ঞাত কারনে মামলা নেয়নি থানা পুলিশ। পরে আব্দুর কাইয়ুম ১৮ অক্টোবর ১৩জনকে বিবাদী করে জগন্নাথপুর আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশা মামলা (নং-সিআর ৯৫/২০১৬) করেন।  মামলার আসামীরা হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কান্দারগাঁও নোয়াগাঁওয়ের মজর উদ্দিন, আনর বাদশা, সফরুল, সেলিম, আজাদ মিয়া, আব্দুছ সায়েদ, আক্তার মিয়া, আব্দুল কুদ্দুছ, শামীম মিয়া, সুজন মিয়া, খালেদ মিয়া, মনু মিয়া ও হারুণ মিয়্সাহ অজ্ঞানামা আরো ৫/৬জন। আদালত ঘটনাটি তদন্তকরে আইনগত ব্যবস্থা নিতে জগন্নাথপুর থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু অদ্যাবধি থানার ওসি মুহাম্মদ মুরসালীন আদালতের আদেশে মামলা রেকর্ডে নেন নি। ফলে মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানিয়েছেন। বক্তব্য নিতে জগন্নাথপুর থানার ওসি মুহাম্মদ মুরসালীনকে শুক্রবার সন্ধ্যে ৬টা ১০মিনিটে বারবার মোবাইল ফোনে কল দিলেও তিনি সাংবাদিকের ফোন রিসিভ করেন নি।