• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জে বাসচাপায় শিশু নিহত, জনতার সড়ক অবরোধ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::: ঢাকা-সিলেট মহসড়কের হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মিতালি পরিবহনের চাপায় আকাশ আহমেদ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু আকাশ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী আয়াত আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় ক্ষুব্ধ জনতা ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ওই সময় বন্ধ ছিলো মহাসড়কে যান চলাচল। এক পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহসড়ক সংলগ্ন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার পেট্রল পাম্পের কাছে দীর্ঘ দিন ধরে ভাঙ্গাড়ির ব্যবসা করে আসছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী আয়াত আলী। তাঁর স্ত্রী ও সন্তানরা থাকতেন নিজ বাড়ি কিশোরগঞ্জে। তারা মাঝে-মধ্যে বেড়াতে আসতেন নবীগঞ্জের আউশকান্দিতে। মঙ্গলবার সকালে আয়াত আলীর কাছে বেড়াতে আসেন তাঁর স্ত্রী ও ১০ বছর বয়সী ছেলে আকাশ। বুধবার সকালে বিস্কুট কেনার জন্য দোকানে যায় শিশু আকাশ। মহাসড়কের বিপরীত দিকে দোকানে যাওয়ার সময় তাকে চাপা দেয় সিলেট থেকে ছেড়ে আসা মিতালি পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আকাশ। ঘাতক চালক দ্রুতগতিতে বাস চালিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।