• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে ২৫ কোটি টাকায় ৩ প্রকল্প করবে ভারতীয় হাইকমিশন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০১৭

স্টাফ রিপোর্টার:::::
সিলেট নগরীর শিক্ষা ও পরিবেশ উন্নয়নে তিনটি প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশন, অর্থমন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের মধ্যে ত্রিপাক্ষিক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রায় ২৫ কোটি টাকার এই চুক্তি স্বাক্ষর হয়। এ টাকায় সিলেটে তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। উন্নয়ন প্রকল্পগুলো হলো- একটি কিন্ডারগার্টেন স্কুল, একটি ক্লিনিক ও নগরীর ধোপাদিঘীরপাড়ে ওয়াক ওয়ে নির্মাণ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে চুক্তিতে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. আমিনুল হক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা বলেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ভারত সরকার সবসময় এ ধারাবাহিকতা বজায় রাখতে চায়। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এ ইস্যুতে সবসময় দুই দেশ একসাথে কাজ করবে। হর্ষবর্ধন শ্রীংলা আরো বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আমরা শান্তি ও সমৃদ্ধিতে ভালো প্রতিবেশি হিসেবে বাস করবো এবং সুসময়ে ও দুঃসময়ে একে অন্যের পাশে থাকবো। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন- আবাসিক গ্যাসের মূল্য অনেক কম ছিল, তাই এবার বৃদ্ধি করা হয়েছে।