• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাতৃভাষা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০১৭

আল আরাফাহ ইসলামী একাডেমী পশ্চিমভাগ এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে গত (২১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টায় একাডেমী প্রাঙ্গনে উক্ত আলোচনা সভায় আল আরাফা ইসলামী একাডেমীর ভাইস প্রিন্সিপাল হাজী আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও একাডেমীর সিনিয়র শিক্ষক জাকারিয়া আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী ও ক্রীড়ানুরাগী মোঃ আতিক আহমদ। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব সংগঠক ও সমাজ কর্মী মোঃ সামরান সাবের, ৪নং কুচাই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ লিলি বেগম, একাডেমীর সাবেক প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান ও পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোঃ শওকত আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের আল আরাফাহ ইসলামী একাডেমী সিনিয়র শিক্ষক কয়েছ আহমদ, আব্দুস শহিদ, আরিফুল ইসলাম, কবির হোসেন, লিমন আহমদ, সোলাইমান আহমদ প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন  সিনিয়র শিক্ষক হাফিজ সাইফুর রহমান। অনুষ্টান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার সামগ্রী প্রদান করেন। -বিজ্ঞপ্তি