• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চা-বাগানের কোটি টাকা ‘আত্মসাৎকারী’ মারুফ ২ দিনের রিমান্ডে

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৬, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক ::: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কেরামতনগর চা বাগানসহ বিভিন্ন জনের নিকট থেকে প্রায় কোটি টাকার অধিক হাতিয়ে গ্রেপ্তার হওয়া হিসাবরক্ষক মারুফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (০৬ মার্চ) এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে সকালে কারাগার থেকে চা বাগানের জেনারেল ম্যানেজারের দায়ের করা মামলায় গ্রেপ্তার মারুফকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মৌলভীবাজার সিআইডি পুলিশের এসআই আরিফুল ইসলাম আসামি মারুফের ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট হাসান জামানের আদালত আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মারুফ কুলাউড়া উপজেলার পৃত্থিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুল হাই মাস্টারের ছেলে। জানা গেছে, মারুফ আহমদ (৪৫) বড়লেখার কেরামতনগর ও কুমারসাইল চা বাগানের একাউন্টেন্ট (হিসাবরক্ষক) হিসেবে কর্মরত ছিল। চা বাগানের দু’টি ব্যাংকের পৃথক ৫ একাউন্টের চেকবই, হিসাব-নিকাশ ছাড়াও ভুসম্পত্তির যাবতীয় কাগজপত্র তার কাছে সংরক্ষিত ছিল। ১২ জানুয়ারি বাগান কর্তৃপক্ষকে না জানিয়ে হঠাৎ সে উধাও হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়ায় বাগানের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান গত ১৬ জানুয়ারি বড়লেখা থানায় জিডি করেন। পরদিন ৫টি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সংগ্রহের পর ১ কোটি ১ লাখ টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়ে। এছাড়া বাগানের আরও ২০-২৫ লাখ টাকা গড়মিল থাকার বিষয় নিশ্চিত হয়ে ১৮ জানুয়ারি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মারুফসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডি পুলিশে স্থানান্তরিত হয়। এরপর সিআইডি পুলিশের নির্দেশে ডিএমপি’র শাহবাগ থানার এএসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিকে চা বাগানে দীর্ঘদিন চাকুরীর সুবাদে মারুফ স্থানীয় বিভিন্ন পেশাজীবীর সাথে সুসম্পর্ক ও বিশ্বস্ততা গড়ে তুলে। ব্যবসা-বাণিজ্য ও বাগানের সমস্যা তুলে ধরে বিভিন্ন জনের নিকট থেকে সে আরো প্রায় অর্ধকোটি টাকা ঋণ নেয়। নিখোঁজ হওয়ায় তার প্রতারণার ঘটনাগুলো ফাঁস হতে থাকে। বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল চন্দ্র দত্ত অর্থ প্রতারণা মামলায় মারুফ আহমদের ২ দিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।