• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

খাবরে বিষ মিশিয়ে হত্যা চেষ্টা : খাদিমপাড়ায় মানবাাধিকার কমিশনের নেতৃবৃন্দ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : লন্ডন প্রবাসী শাশুড়িসহ ৫ জনকে খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গুরুতর অসুস্থদের দেখতে খাদিমপাড়া ইউনিয়নের আল-মদিনা এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ মানবাাধিকার কমিশনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, সদস্য সোহেল আহমদ। এ সময় তিনি অসুস্থদের খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন।  এ ব্যাপারে ওই প্রবাসীর নাতি আতাউর রহমান মানবাাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিনকে জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো মামলা দায়েরের পর সাহেদা তার ভাই নাসির উদ্দিন, চাচা আহাদ, তার সহযোগী আব্দুর রহমান ও তালুকদার মকবুলকে নিয়ে আতাউরকে প্রকাশ্যে হত্যা ও মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেন। এ নিয়ে এসএমপি পুলিশ কমিশনারের কাছেও লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানান তিনি।   বাংলাদেশ মানবাাধিকার কমিশনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন বলেন, আমরা বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টার সংবাদ পেয়ে ভোক্তভোগিদের খোঁজ খবর নিতে এসেছি। তিনি বলেন, একটি অমানবিক ও জঘন্য কাজ। এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দেশের প্রচলিত আইনে কঠোর শাস্তি প্রদান করা হোক”। এসময় তিনি আক্রান্তদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস জানান।
প্রসঙ্গত, অভিযোগ উঠে ১২ই সেপ্টেম্বর রাতে সাহেদা বেগম খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করে শাশুড়িসহ আতাউরের বোন মিসবাহ বেগম (১৭) ভাই আজিজুর রহমান (১৩), বোন সাইদা বেগম (১১) ও ভাগনি মহিমা বেগম (০৯)কে। পরে আক্রান্তদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আক্রান্তরা চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনো স্বাভাবিক নন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।