• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান: ভোলায়

প্রকাশিত জানুয়ারি ১৫, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় নতুন একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)।
জেলার ভেদুরিয়া ইউনিয়নে আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্রে ৬শ’ বিলিয়ন কিউবিক ফিট (বিসিএফ) প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এই মজুদের ফলে ভোলায় এখন গ্যাসের মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিএসপি)।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই জেলায় আরো খনন কাজের মাধ্যমে এখানে আরো বেশি গ্যাস প্রাপ্তির আশা করছে বাপেক্স।
পেট্রোবাংলার সূত্র অনুযায়ী দেশে ২৬টি গ্যাসক্ষেত্র রয়েছে এবং ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত তাতে ১৩ দশমিক ৬০ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। ভোলার নতুন গ্যাস ক্ষেত্রটি নিয়ে বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৭-এ দাঁড়িয়েছে। ১৫ জানুয়ারি, ২০১৮ (বাসস)