• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিশু আলপনা হত্যা মামলায় ২ আসামির ফাঁসির রায় বহাল

প্রকাশিত জানুয়ারি ১৮, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনা খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির ফাঁসির রায় বহাল রেখেছে হাইকোর্ট।
এ বিষয়ে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেয়। দুই আসামি হলেন- মো. সাইফুল ইসলাম ও মো. আরিফ হোসেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী এটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান, সৈয়দা সাবিনা আহমেদ, মারুফা আক্তার শিউলি।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী এসএম শাহজাহান ও আফিল উদ্দিন।
পরে ডেপুটি এটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে পাটক্ষেতে সাত বছরের শিশু আলপনাকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। তার বাবা তোরাব আলী এ ঘটনায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১১ সালে বিচারিক আদালত দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়ে রায় দেয়। ১৮ জানুয়ারি, ২০১৮ (বাসস)