• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শায়েস্তাগঞ্জে পুলিশের ওপর হামলাকারী গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৮, ২০১৮
শায়েস্তাগঞ্জে পুলিশের ওপর হামলাকারী গ্রেপ্তার

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা মামলার আসামি মতিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ এপ্রিল) সকালে উপজেলার বড়চর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মতিন মিয়া কদমতলী গ্রামের মৃত আব্দুল জলিল ওরফে কাজী মিয়ার পুত্র।

পুলিশ জানায়, সম্প্রতি মহাসড়কে সিএনজি আটকের ঘটনা নিয়ে কদমতলী এলাকায় চালকসহ স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই ওয়াদুদ বাদী হয়ে মতিন মিয়াসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিন মিয়া নারী নির্যাতন মামলারও আসামি।