• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহান বিজয় দিবস উপলক্ষে প্যানেল মেয়র লিপন বকস্’র শুভেচ্ছা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮
মহান বিজয় দিবস উপলক্ষে প্যানেল মেয়র লিপন বকস্’র শুভেচ্ছা

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের পর পর দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও নব-নির্বাচিত প্যানেল মেয়র (১) রোটারিয়ান আলহাজ্ব তৌফিক বকস্ লিপন মহান বিজয় দিবস উপলক্ষ্যে ২৬ নং ওয়ার্ডবাসী ও নগরবাসীসহ দেশ বিদেশে অবস্থানকারী বাংলাদেশের সম্মানিত নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।  এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘‘১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, বাঙালির স্বাধীনতার ইতিহাসে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তা এই দিনে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে পরিপূর্ণতা পায়। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা।  তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন অকুতোভয় বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন স্বদেশভূমি পেয়েছি।  তিনি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।  মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।  প্রেস-বিজ্ঞপ্তি।