• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮
মৌলভীবাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের জন্য বিএনপিকে কে দায়ী করছে স্থানীয় আওয়ামী লীগ। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে একটি অস্থায়ী নির্বাচনী
অফিস উদ্বোধন করা হয় শনিবার। সেদিন রাতেই ওই অফিসে আগুন দেয়ার পাশাপাশি চেয়ার টেবিল ভাঙচুর করে।

কাগাবলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, বিএনপি জামায়াতই এ আগুন লাগিয়েছে।

এ অভিযোগের বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান জানান, এটাকে ইস্যু করে আমাদের নেতাকর্মীর ওপর মামলা করার জন্য এই নাটক। একটি প্রত্যন্ত এলাকায় বিকেলে কার্যালয় তৈরি করলেন আওয়ামী লীগ নেতারা আর রাতে আবার তা পুড়িয়ে দিয়ে বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে।

এ ব্যাপরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি।