সিলেট সুরমা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য তাঁকে (শেখ হাসিনা) এবং তাঁর দল ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা বলেন।
মোদি বলেন, ‘আওয়ামী লীগের এই বিজয় হচ্ছে আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অসামান্য উন্নয়নের প্রতিফলন।’
প্রেস সচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় অতীতের মতো তাঁর দেশের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদি ও তাঁর দেশের জনগণকে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা টেলিফোন করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোববারের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলের বিশাল বিজয়ের পর তিনিই প্রথম রাষ্ট্র কিংবা সরকার প্রধান যিনি তাঁকে টেলিফোন করেছেন।
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৮ (বাসস)
Leave a Reply
You must be logged in to post a comment.