• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাবিতে শিশু ধর্ষণের চেষ্টা, বহিরাগত আটক

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৯
শাবিতে শিশু ধর্ষণের চেষ্টা, বহিরাগত আটক

শাবিতে শিশু ধর্ষণের চেষ্টা, বহিরাগত আটক

সিলেট সুরমা ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের পার্শ্ববর্তী টিলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় বহিরাগত আব্দুস সালাম (৩৫) নামে যুবককে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হওয়া আব্দুস সালামের বাড়ি ছাতকের গোবিন্দগঞ্জের পীরপুর। সে ভ্যান চালক বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে মুজতবা আলী হলের পার্শ্ববর্তী টিলায় আব্দুস সালাম ৬ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেন রিয়াদ সেখানে গিয়ে সেই শিশুটিকে উদ্ধার করেন।

পরে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে আটক করে তিনি হল প্রশাসনের কাছে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করে।

এ ব্যাপারে মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ কোন ধরণের অন্যায় কাজ করলে তাকে আমরা ছাড় দিব না। আমরা আটককৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছি।”

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্ষণের চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে আমাদের কাছে এক ব্যক্তিকে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”