• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাধবপুরে মাদক ও ট্যাবলেট উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০১৬

মাধবপুর প্রতিনিধি ::::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও গরু মোটা তাজাকরণের ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, উপজেলার হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সুশিল কুমার বসু গোপন সূত্রে খবর পেয়ে হরষপুর শিয়ালউড়ি এলাকার কমলা বাগানে অভিযান চালিয়ে ২ হাজার ৯শ’ ৪০ পিস গরু মোটা তাজাকরণের ট্যাবলেট উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। অপরদিকে ওইদিন ভোরে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফ গোপন সূত্রে খবর পেয়ে একদল বিজিবি সদস্যকে নিয়ে চৌমুহনী ধর্মঘর রাস্তার গবিন্দপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২শ পিস ইয়াবা উদ্ধার করে পরে হরষপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।