• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সড়ক অবরোধ..

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৬

শরীফ আহমদ, দক্ষিণ সুরমা থেকে :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন খালোরমুখ বাজারে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও লোড শেডিং বন্ধের দাবীতে সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা।
জানা যায়,  ৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় দক্ষিণ সুরমায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খালোরমুখ বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। প্রায় ১ ঘন্টার এই অবরোধ চলাকালে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পরে যাত্রী ও চালকরা ব্যাপক ভোগান্তিতে পরেন।  বিক্ষোদ্ধ এলাকাবাসীর অভিযোগ ২৪ ঘন্টার মধ্যে মাত্র দিবা রাত্র মিলিয়ে ৩/৪ ঘন্টার বেশীবিদ্যুৎ থাকেনা। এতে প্রচন্ড গরমে এলাকার শত শত ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যহত হচ্ছে, পোল্ট্রির মুরগী মারা যাচ্ছে। ঘন ঘন লোড শেডিংয়ের কারনে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার ব্যাপক বিগ্ন ঘটছে। তারা বিষয়টি বার বার পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ অফিসকে জানিয়েও কোন প্রতিকার না পেয়ে বধুবার সড়ক অবরোধ করে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও লোড শেডিং বন্ধের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। সড়ক অবরোধের খবর পেয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অবরোধের স্থানে যান এবং বিক্ষোব্ধ জনতাকে শান্ত দেন। ওসি অর্ধ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিং বন্ধের আশ^াস প্রদান করেন। তার আশ^াসের প্রেক্ষিতে জনগণ অবরোধ তুলে নেন। এ ব্যাপারে মোগলাবাজার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।