• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে ওসিকে প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের মিছিল ও প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬

ছাতক সংবাদদাতা
ছাতকের গোবিন্দগঞ্জে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুনকে প্রত্যাহারের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিছিলটি গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজ গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি তজম্মুল হক রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওবায়দুর রউফ বাবলু, আওয়ামী লীগ নেতা রইছ আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল গাফফার, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফখর উদ্দিন, আব্দুল হান্নান আঙ্গুর, আবিদুর রহমান আঙ্গুর, দেলোয়ার হোসেন ওয়ারিছ, লোকমান হোসেন, এইচএম আরজ আলী, নুরুজ্জামান মনি, মনছব আলী, ছোয়াব আলী, উপজেলা ছাত্রলীগ নেতা জামাল আহমদ, সাহেদুজ্জামান লিয়ন, দ্বীনুল ইসলাম শ্যামল, রাসেল আহমদ, মাহবুব আলম, জুয়েল রানা, মনসুর আহমদ, সালমান ওয়াহিদ, জুয়েল মিয়া, আইন উদ্দিন, মমিনুর রহমান, ইকবাল আহমদ, মোজাম্মিল, কলেজ ছাত্রলীগ নেতা আজাহার খান, হাবিবুর রহমান বাবলু, নজরুল ইসলাম নাহিদ, সায়েস্তা তালুকদার, হোসেন আহমদ পাশা, রেজা মিয়া, শিমুল আহমদ, নাজির হোসেন, সুজন মিয়া, রাসেল আল আমির, রাকিব আলী, মনোয়ার হোসেন, আব্দুল হাবিব জনি, কামরান আহমদ, জামিল মিয়া, সাগর মিয়া, আবু তালিব, সাফি মিয়া, সাজু মোল¬া, রাজন মিয়া, আব্দুল আহাদ, লায়েক আহমদ, জালাল উদ্দিন, এসকে মাহিন, শুকুর আলী, মাসুম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত ৬ নভেম্বর সিএনজি শ্রমিকদের হামলায় অন্তত ৩০জন ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রলীগের দায়েরকৃত অভিযোগ ছাতক থানায় রেকর্ডভুক্ত হয়নি। পক্ষান্তরে, ছাত্রলীগ নেতা-কর্মীদের আসামি করে সিএনজি শ্রমিকদের দায়ের করা মিথ্যা অভিযোগকে মামলা আকারে রেকর্ড করে ছাতক থানার ওসি ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সিএনজি শ্রমিকদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামী রোববার মানববন্ধনসহ কঠোর কর্মসুচি গ্রহন করা হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।