• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

না ফেরার দেশে চলে গেলেন বিপিএল উপস্থাপিকা আমব্রিনের বাবা

প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ও চতুর্থ আসরে উপস্থাপিকার দায়িত্ব পালন করা আমব্রিন সারজিনের বাবা চলে গেছেন না ফেরার দেশে। রোববার রাতে তিনি মৃত্যবরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন আমব্রিন নিজেই।
২০০৭ সালে লাক্স চ্যানেলে আই প্রতিযোগিতায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন আমব্রিন। পরবর্তীতে নাটক ও বিজ্ঞাপন দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। তবে আমব্রিনের মূল পরিচয় তিনি একজন উপস্থাপিকা। প্রথম উপস্থাপনা করেন এনটিভি’র ‘মিউজিক-ই ফোনি’ অনুষ্ঠানে। এতে টানা দু’বছর উপস্থাপনা করে বেশ দর্শকপ্রিয়তা পান তিনি। তাই এ মাধ্যমেই ব্যস্ততা বাড়ছে তার। বেশ কয়েকটি চ্যানেলে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। পাশাপাশি দেশের বড় বড় ইভেন্টগুলোরও উপস্থানার দায়িত্বও আসে তার কাঁধে।

২০১৫ সালে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইনে বিপিএলের তৃতীয় আসরে উপস্থাপনার দায়িত্ব পান আমব্রিন। প্রথমবারের মতো বিপিএলে উপস্থাপনার কাজ করতে গিয়েই ভারতীয় এক ক্রিকেট ওয়েবসাইটের সৌজন্য সেরা পাঁচ আবেদনময়ী নারী ক্রিকেট উপস্থাপিকার একজন নির্বাচিত হয়েছিলেন। চলতি বছরে চতুর্থ আসরেও তার কাঁধেই থাকে বিপিএল সঞ্চালনের দায়িত্ব।