• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কাউন্সিলর আজাদ-জেলা প্রেসক্লাব বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার যাত্রা শরু

প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৬
স্টাফ রিপোর্টার
সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেছেন- খেলাধুলা বিনোদন ও শরীরচর্চার মাধ্যম। খেলাধুলা চিন্তার উৎকর্ষ সাধনে সুন্দর কাজ করে। সাংবাদিকরা দিনের প্রতিটি মুহূর্ত খবরের পেছনে থাকার কারণে বিনোদনের তেমন কোন সুযোগ থাকে না। স্বাস্থ্যের অবস্থা ভাল না থাকলে পরিশ্রম করা কঠিন ব্যাপার। চিন্তার পরিশ্রমে শারীরিক স্বাস্থ্যের সবলতা প্রয়োজন। এর জন্য দরকার খেলাধুলা। ‘কাউন্সিলর আজাদ-জেলা প্রেসক্লাব বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ কিছুটা হলেও সাংবাদিকদের বিনোদন ও শরীরচর্চার সুযোগ করে দিবে।
তিনি গতকাল সোমবার রাতে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে ‘কাউন্সিলর আজাদ-জেলা প্রেসক্লাব বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
 
জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের স্পন্সর কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, প্রবাসী কমিউনিটি নেতা কাওসার চৌধুরী।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান সালাম মশরুর, দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক বর্তমানের সিলেট প্রতিনিধি লিয়াকত শাহ ফরিদী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সিলেট সুরমার বার্তা সম্পাদক আমিনুল ইসলাম রোকন, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল হোসেন, ইউএনবির সিলেট প্রতিনিধি মো. মহসিন, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার মীর্জা সোহেল, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, দৈনিক যায়যায়দিন সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক উত্তরপূর্বের চীফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, বাংলাদেশ বেতারের শফিকুর রহমান, শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার ইকবাল মনসুর, সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার মুস্তাফিজ রুম্মান, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার সৈয়দ বাপ্পী, স্টাফ রিপোর্টার অনিতা সিনহা, উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার মো. ওলিউর রহমান, স্টাফ ফটোগ্রাফার নুরুল ইসলাম, ফটোগ্রাফার রঞ্জিত সিং ও আনোয়ার হোসেন প্রমুখ।
বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ নিজে ব্যাডমিন্টন খেলায় অংশ নিয়ে খেলার উদ্বোধন করেন। এর পর খেলায় অংশ গ্রহণ করে সালাম মশরুর-মঈন উদ্দিন জুটি বনাম তাপস দাশ পুরকায়স্থ-মীর্জা সোহেল জুটি। খেলা পরিচালনা করেন জেলা ব্যাডমিন্টন কমিটির সদস্য ও প্রশিক্ষক মো. মঞ্জুর আল মামুন।