• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কদমতলীতে মধ্যরাতে বেপরোয়া এনা : অল্পের জন্য ব্যবসায়ীর প্রাণ রক্ষা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০১৭

স্টাফ রিপোর্টার
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে অল্পের জন্য প্রাণে বাচঁলেন এক ব্যবসায়ী। শুক্রবার মধ্যরাত ১২ টায় কদমতলীর হুমায়ুন রশীদ চত্বরে এ ঘটনা ঘটে। এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বেপেরোয়া গতি ঐ ব্যবসায়ীর প্রাণ কেড়ে নিতে চাইলেও রাখে আল্লাহ মারে কে?। সামান্য দুরত্বের ব্যবধানে ঐ ব্যবসায়ী লাফ দিয়ে প্রাণ রক্ষা করেন। এনা পরিবহনের যাত্রী বোঝাই গাড়িটি টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে ১১ টায় রওনা হয়। পথিমধ্যে হুমায়ুন রশীদ চত্বরের টানিং পয়েন্টে গাড়ি না ঘুরিয়ে দ্রুত রেলওয়ের ওভারব্রীজের উপরে উঠার মুহুর্তে  অল্পের জন্য ঐ ব্যবসায়ীকে চাকার নিচে ফেলে পিষ্ঠ করতে চাইছিলো বাসটি। তখন উত্তেজিত জনতা গাড়িটি আটক করলে এনা কর্তৃপক্ষের নির্দেশে ঐ গাড়ির চালক ব্যবসায়ীর পা ধরে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া ব্যবসায়ীর নাম মুজিবুর রহমান মুজিব। তিনি কদমতলী এলাকার বাসিন্দা ও নয় ভাই রেষ্টুরেন্টের স্বত্যাধিকারী।  উল্লেখ্য একই স্থানে ২০১৬ ইং সালের ২ ডিসেম্বর কদমতলী এলাকার বাসিন্দা আব্দুল হান্নানকে এনা পরিবহনের বেপরোয়া একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।